আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দুর্বার ম্যানসিটির সামনে নিচ্ছিদ্র ইন্টার

দুর্বার ম্যানসিটির সামনে নিচ্ছিদ্র ইন্টার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০২৩ , ৪:৪৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ চ্যানেল।  ম্যানসিটি এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেভাবে উঠে এসেছে, সেটি বিচার করলে অবশ্যই তারা ফেবারিট। বিশেষ করে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে সিটি যেভাবে নাস্তানাবুদ করেছে, তাতে বেশির ভাগেরই গার্দিওলার দলের ওপর বাজি ধরার কথা।

ট্রেবলের অপেক্ষায় থাকা ম‌্যানচেস্টার সিটি এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি । এবার তাই তাদের সামনে প্রথম শিরোপার হাতছানি। অন্যদিকে ইন্টার মিলান এর আগে তিনবার ইউরোপ সেরা হয়েছে। ১৯৬৪ ও ১৯৬৫ সালে টানা দুইবার ট্রফি জয়ের পর ২০১০ সালে তারকা কোচ জোশে মরিনহোর অধীনে তৃতীয়বার বিজয়ের হাসি হাসে তারা। এবার তাই ইন্টারের সামনে ১৩ বছর পর চতুর্থ শিরোপা জয়ের সুযোগ।

দুই দল ফিরিয়ে আনছে ২০০৫ চ‌্যাম্পিয়ন ট্রফির ফাইনালের স্মৃতি। ফুটবল মঞ্চে প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ২০০৫ সালের ফাইনালেও লিভারপুল ও এসি মিলান প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে সেবারও   ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।

দুই দলের কোচদের সামনেও মাইলফলকের হাতছানি। গার্দিওলার সামনে ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ। ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাগির লক্ষ্যটা অবশ্য ভিন্ন। গত সাত বছরের ক্যারিয়ারে ইনজাগি অনেক কিছুই জিতেছেন। ইতালির ফুটবলে তাকে ডাকা হয় কাপের রাজা হিসেবে। সব মিলিয়ে ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে আগুনের স্ফুলিঙ্গ ঝরারই আভাস।