আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস চেন্নাইয়ের কাছে ২ উইকেটে হেরেছে কেকেআর

চেন্নাইয়ের কাছে ২ উইকেটে হেরেছে কেকেআর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দ্বিতীয় পর্বে কলকাতা যে ভীষণ ‘ভয়ংকর’, তা টের পাওয়া যাচ্ছে প্রতিটি ম্যাচে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় ম্যাচে এসে জয়ের হাসি হাসতে পারেনি সাকিবদের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে চেন্নাইয়ের কাছে ২ উইকেটে হেরে গেছে কেকেআর।
কলকাতা একটা সময় জয়ের স্বপ্নই দেখছিল। ১৮তম ওভারের মাঝে সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনিকে তুলে নেওয়ায় চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৬। চেন্নাইয়ের তখনও প্রয়োজন ১২ বলে ২৬ রান। ভীষণ চাপে পড়ে যাওয়া মুহূর্তটাতেই ত্রাতা হয়ে হাজির হন রবীন্দ্র জাদেজা। ১৯তম ওভারে দুটি ছয় ও দুই চারে ম্যাচটাকে দৃষ্টি সীমানায় নিয়ে আসেন। অবশ্য তার পরেও রোমাঞ্চ জমা ছিল সুনীল নারিনের শেষ ওভারে। শুরুতে স্যাম কারান ও পঞ্চম বলে জাদেজাকে ফিরিয়ে ম্যাচটা জমিয়ে দিয়েছিলেন। পেন্ডুলামের মতো দুলতে থাকা পরিস্থিতিতে শেষ বলেই জয়ের হাসি হেসেছে চেন্নাই। ৮ বলে ২২ রান করে ম্যাচ জিতিয়ে ম্যাচসেরাও হন জাদেজা। চেন্নাইয়ের ৮ উইকেট হারিয়ে জেতা ম্যাচটায় বিধ্বংসী শুরু এনে দেন ঋতুরাজ ও ফাফ দু প্লেসি। ২৮ বলে ৪০ রান করেন ঋতুরাজ আর ৩০ বলে ৪৩ রান করেন দু প্লেসি। সবচেয়ে বেশি ব্যয়বহুল সুনীল নারিন ৩ উইকেট নিলেও ৪ ওভারের বিনিময়ে দিয়েছেন ৪১ রান! এর আগে টস জিতে ব্যাট করা কলকাতা ৬ উইকেটে সংগ্রহ করে ১৭১ রান। বরাবরের মতো ভেঙ্কটেশ আইয়ার আর রাহুল ত্রিপাঠির ব্যাটেই শুরুর ভিত পেয়েছে তারা। আইয়ার ফেরেন ১৮ রানে, ত্রিপাঠি ৩৩ বলে করেছেন ৪৫। শেষ দিকে নীতিশ রানার ২৭ বলে অপরাজিত ৩৭, আন্দ্রে রাসেলের ১৫ বলে ২০ ও দিনেশ কার্তিকের ১১ বলে করা ২৬ রানই সমৃদ্ধ করেছে কলকাতার স্কোরবোর্ড। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড ও শার্দুল ঠাকুর।