আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অবস্থার অবনতি, আইসিইউতে ক্রিকেটার মোশাররফ রুবেল

অবস্থার অবনতি, আইসিইউতে ক্রিকেটার মোশাররফ রুবেল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২১ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে। তার স্ত্রী চৈতি ফারহানা রূপা বিষয়টি নিশ্চিত করেছেন। এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন মোশাররফ রুবেল। ২০১৯ সালের মার্চে তার ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর চিকিৎসা নিয়ে মাঝখানে কিছুটা সুস্থ হয়ে উঠলেও গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। টানা কেমোথেরাপির ফলে ইডিমা ও এপিলেপসি দেখা দিয়েছে তার। কিন্তু হুট করে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে বুধবার সন্ধ্যায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তার স্ত্রী চৈতি ফারহানা বলেছেন, ‘সবাই দোয়া করবেন। ওকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে সন্ধ্যা ৭টায় ভর্তি করা হয়েছে।’ এদিকে মোশাররফ রুবেলের আইসিইউতে ভর্তির খবরে হাসপাতালে ভিড় জমাচ্ছেন সতীর্থসহ সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন এই বাঁহাতি স্পিনারের জন্য। সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা যেমন লিখেছেন, ‘মোশাররফ রুবেল, বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ব্যাট-বল ধরার প্রয়োজন নেই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দিন।’ গত তিন বছর ব্রেন টিউমারে ভুগছেন মোশাররফ রুবেল। দেশে ও বিদেশে চিকিৎসাও নিয়েছেন পর্যাপ্ত। সিঙ্গাপুরে থেকে চিকিৎসা করিয়েছেন। কিন্তু টিউমার ভালো তো হলোই না উল্টো ইডিমা ও এপিলেপসিসে আক্রান্ত হয়েছেন তিনি।