আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নারী রেফারি

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নারী রেফারি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২২ , ৩:১৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষদের ম্যাচ পরিচালনা করবেন একজন নারী রেফারি। চলতি বছরের নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের জন্য বৃহস্পতিবার (১৯ মে) ১২৯ জনের নাম ঘোষণা করে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে তিনজন নারী রেফারি ও তিনজন নারী সহকারী রেফারির নামোল্লেখ করা হয়।

এ বছর বিশ্বকাপে মাঠে বাঁশি বাজাবেন ফ্রান্সের স্টিফানি ফ্রাপার্ট, রুয়ান্ডার সেলিমা মুকানসাংগা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। কাতার বিশ্বকাপে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর স্কাই স্পোর্টস, দ্য গার্ডিয়ানের।

গত জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপে মালি ও তিউনিশিয়ার মধ্যকার ম্যাচের ৮৫ মিনিট পর খেলা শেষের বাঁশি বাজান সিকাজওয়ে। এরপর ভুল শুধরে আবারও করেন ভুল! নির্ধারিত ৯০ মিনিটের ১৩ সেকেন্ড বাকি থাকতে আবারও খেলা শেষের বাঁশি বাজান। বিতর্কিত সেই রেফারি এবার বাঁশি বাজাবেন কাতার বিশ্বকাপে।