আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস স্ত্রীর বর্ণবাদী পোস্ট : ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করল ক্লাব

স্ত্রীর বর্ণবাদী পোস্ট : ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করল ক্লাব


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৫:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জর্জ ফ্লয়েডের হত্যাকান্ড নিয়ে পুরো যুক্তরাষ্ট্র উত্তাল। প্রতিবাদ-বিক্ষোভ শুধু যুক্তরাষ্ট্রেই নয়। বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। ব্যাপারটা মেনে নিতে পারেননি সার্বিয়ান উইঙ্গার আলেকজান্ডার কাতাইয়ের স্ত্রী। তাইতো বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী পোস্ট দেন টি কাতাই। ইনস্টাগ্রামে কিছু ছবি দিয়ে টি কাতাই সার্বিয়ান ভাষায় লিখে দেন, ‘প্রতিবাদকারীদের মেরে ফেলা উচিত।’ এখানেই থামেননি। কৃষ্ণাঙ্গদের পশু বলেও গালাগাল দিয়েছেন। বর্ণবাদ নিয়ে ব্যঙ্গাত্মক ছবিও পোস্ট করেন। টি কাতাইয়ের এই কাণ্ডে ক্ষেপে যান এফসি লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ভক্ত-সমর্থকরা। জোর দাবী তুলেন ক্লাবের ফুটবলার আলেকজান্ডার কাতাইকে বিদায় করে দেওয়ার। ক্লাব কর্তৃপক্ষ সমর্থকদের কথাই রেখেছে। আলেকজান্ডার কাতাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এলএ গ্যালাক্সি। অবশ্য পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে দুপক্ষ। স্ত্রীর ভুলের দায় নিজের কাঁধে তুলে নিয়ে ক্ষমা চেয়েও লাভ হয়নি। বেকার হয়ে গেলেন আলেকজান্ডার কাতাই। মেজর সকাল লিগ ক্লাবটি আলেকজান্ডার কাতাইকে ছেড়ে দেওয়ার খবর নিশ্চিত করেছে। ২৫ মে মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার নির্যাতনে নিহত হন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড। এ নিয়ে দেশটিতে চলছে আন্দোলন। কিছু কিছু জায়গায় সহিংসতাও হয়েছে।