আজকের দিন তারিখ ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সহ-সভাপতি পদে তাবিথ-মহির ‘টাই’, পুনরায় ভোট ৩১ অক্টোবর

সহ-সভাপতি পদে তাবিথ-মহির ‘টাই’, পুনরায় ভোট ৩১ অক্টোবর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২০ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে ৬৫টি করে ভোট পেয়েছেন দুই সহ-সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল এবং মহিউদ্দিন আহমেদ মহি। এই অমীমাংসিত নির্বাচনের ফল আনার জন্য হবে পুনরায় ভোটগ্রহণ।
প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর (শনিবার) মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে পুনরায় ভোট হবে। দু’জনেরই আশা পুনঃনির্বাচনে সুচিন্তিত রায় দেবেন কাউন্সিলররা।
৪ বছরের জন্য ফুটবলের অভিভাবক ঠিক করার লড়াইয়ে ভোট দেন ১৩৫ জন কাউন্সিলর। পদের সবগুলোতেই জয় পান সম্মিলিত পরিষদের প্রার্থীরা। কিন্তু ঝামেলা বাঁধে ৪ নম্বর সহ-সভাপতিকে নিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হয় তাবিথ আর মহির মাঝে। যেখানে সমান ৬৫টি করে ভোট পেয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল।
কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ থেকে নির্বাচন করেও সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে জিততে পারেননি আমিরুল ইসলাম বাবু।