আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ভাড়া নিয়ে তর্কবিতর্ক, ভ্যানচালকের থাপ্পড়ে প্রাণ গেল যাত্রীর!

ভাড়া নিয়ে তর্কবিতর্ক, ভ্যানচালকের থাপ্পড়ে প্রাণ গেল যাত্রীর!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২১ , ২:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বগুড়া (কাহালু) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে এক ভ্যানচালকের থাপ্পড়ে তফিজ উদ্দিন মণ্ডল (৭৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলোকছত্র গ্রামের মৃত ময়েন মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন বাদামবিক্রেতা ছিলেন।
শনিবার (১৫ মে) দিবাগত রাতে কাহালুর আলোকছত্র এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম বাদশা মিয়া ওরফে কুকরু। তিনি আলোকছত্র গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কাহালু বন্দরে বাদাম বিক্রি করতেন তফিজ উদ্দিন মণ্ডল। শনিবার রাত ৯টার দিকে বাদশা মিয়ার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। পরে আলোকছত্র বাজারে নেমে ১০ টাকা ভাড়া দেন তফিজ উদ্দিন। এসময় ভ্যানচালক বাদশা মিয়া ১৫ টাকা ভাড়া দাবি করেন। এনিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ভ্যানচালক বাদশা মিয়া বাদাম বিক্রেতাকে থাপ্পড় মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান তফিজ উদ্দিন।
রোববার (১৬ মে) সকালে এ ঘটনায় কাহালু থানায় নিহতের ছেলে কিনু মণ্ডল বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ভ্যানচালক বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন বলেন, বাদামবিক্রেতা মারা যাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। সে মামলায় ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে।