আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ৫ দফা দাবিতে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

৫ দফা দাবিতে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Madaripurমাদারীপুর: মাদারীপুরে চাঁদাবাজি বন্ধসহ ৫ দফা দাবিতে আজ অটোরিক্স শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে অটোরিক্সা শ্রমিকরা।

এ সময় চাঁদাবাজি বন্ধ, শহরে অটোরিক্সার নির্বিঘ্ন চলাচল, বিভিন্ন সময় আটক অটোরিক্সা মালিকের কাছে হস্তান্তরসহ ৫ দফা দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন অটোরিক্সা শ্রমিক নেতারা। শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ সমাবেশে মাদারীপুর-শরীয়তপুর- চাঁদপুর আঞ্চলিক সড়কে প্রায় ৩ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

এতে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় অটোরিক্সা শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন হাওলাদার বলেন, ‘আমাদেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’