আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার শুরু

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার শুরু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২২ , ৭:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) থেকে : প্রতিষ্ঠার ২৯ বছর পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। গত বুধবার দুপুরে গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. ফারহানা ও অ্যানেসথেসিওলজিস্ট ডা. আবুল এহসান সিজার অপারেশনটি করেছেন। সহযোগিতা করেন ডা. মল্লিকা সরকার ও ওটি ইনচার্জ স্টাফ নার্স ফাতেমা বেগম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশাদুজ্জামান বিশেষজ্ঞ সার্জনের হাতে অস্ত্রোপচারের যন্ত্রপাতি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ মেডিসিন কনসালটেন্ট ডা. পার্থ মনি, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদ-উদ ইসলাম, হাড় জোড় বিশেষজ্ঞ আহসানুজ্জামান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকেশ পান্ডে। জানা যায়, মনিরা বেগম নামের এক প্রসূতির সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে চালু হয়েছে সিজার। এ সময় মনিরা বেগম একটি ছেলে সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞ ডা. আসাদ-উদ ইসলাম। প্রসূতি মনিরা বেগম উপজেলার খায়েরহাট গ্রামের কবির হোসেনের স্ত্রী। কবির হোসেন জানান, সেবার মানে তিনি সন্তুষ্ট। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশাদুজ্জামান বলেন, এখানে গাইনি সার্জারির বিশেষজ্ঞ পদায়ন না থাকায় কাজটি করা যাচ্ছিল না। পরে স্থানীয় বা আউটসোর্সিংয়ের মাধ্যমে সিভিল সার্জনের নির্দেশে নিয়োগকৃত গাইনি সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এখন থেকে সপ্তাহের বুধবার ওটি হবে। তিনি জানান, গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হলে নিয়মিত অপারেশন করা সম্ভব হবে। এই দুটি পদসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর স্বল্পতা রয়েছে। যোগদানের পর থেকে চেষ্টা করছি প্রাইভেট হাসপাতালমুখী রোগীদের ফিরিয়ে আনতে। তার কাজে সহযোগিতা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানা যায়, দীর্ঘদিন এখানে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় এলাকার প্রসূতি মায়েরা সরকারি হাসপাতালের সুবিধা থেকে বঞ্চিত ছিল। কার্যক্রমটি শুরু করায় সবাই খুশি। কার্যক্রমটি এলাকাবাসীর জন্য সুখবর উল্লেখ করে সাবেক (ইউপি) চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন বলেন, আশা করি তা অব্যাহত থাকবে।