আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ টাঙ্গাইলে শেখ রাসেলের ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইলে শেখ রাসেলের ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৭৫ সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি শেখ রাসেল। শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। শহিদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। সেই ভালোবাসা ধরে রাখতে শেখ রাসেল দিবসে টাঙ্গাইলে শেখ রাসেল ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে সোমবার শেখ রাসেলের ম্যুরালের ভিত্তি স্থাপন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ৮ লাখ টাকা ব্যয়ে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের ম্যুরাল নির্মাণ কাজ করা হচ্ছে।