আজকের দিন তারিখ ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কিরগিজস্তানে দ্রুত মানিয়ে নিয়েছেন জামালরা

কিরগিজস্তানে দ্রুত মানিয়ে নিয়েছেন জামালরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : তিনজাতির ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে কিরগিজস্তানে রয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে একদিন বিশ্রাম শেষে রবিবার জেমি ডের ছাত্ররা শুরু করেছে অনুশীলন। রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে হয়েছে প্রথম দিনের অনুশীলন। সেখানে স্থানীয় আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়েও নিয়েছেন জামাল-সাদরা। বাংলাদেশ ও কিরগিজস্তানের তাপমাত্রা প্রায় একই। একারণে দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তেমন কোন সমস্যা হয়নি জামাল ভূঁইয়াদের। অনুশীলনে শেষে ভিডিও বার্তায় ট্রেনার ইভান র‌্যাজলগও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘সকালে প্রথম সেশনের অনুশীলন করেছি। বেশ ভালো হয়েছে। এখানকার আবহাওয়া বাংলাদেশের মতোই। ছেলেরা আজ ভালোভাবে মানিয়ে নিয়েছে, যেটা ভালো দিক। কাল সকাল ও বিকাল মিলিয়ে দুই বেলা অনুশীলন হবে। আগামী দুদিন এই রুটিনে অনুশীলন চলবে। ছেলেদের ফিটনেস বেশ ভালো অবস্থায় আছে।’
তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না দুই প্রবাসী ফুটবলার। ফ্রান্স থেকে নায়েব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও কানাডা থেকে রাহবার ওয়াহেদ খানের রবিবার রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। প্রথমবারের মতো চূড়ান্ত দলে ঠাঁই পাওয়া দুই স্থানীয় ফুটবলার গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামানও জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলন করেছেন আজ। ভিডিও বার্তায় মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামান বলেছেন, ‘কন্ডিশন আমাদের দেশের মতোই। টানা অনুশীলন করলে একটু গলা শুকিয়ে যায় এই আরকি। তাছাড়া অনুশীলন মাঠ থেকে শুরু করে সবকিছুই ভালো এবং উন্নত।’