আজকের দিন তারিখ ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অসিদের হারিয়ে র‌্যাংকিংয়ে এগোতে চায় বাংলাদেশ

অসিদের হারিয়ে র‌্যাংকিংয়ে এগোতে চায় বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২১ , ১:০৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : টেস্ট এবং টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অসিদের বিপক্ষে চার ম্যাচে মুখোমুখি হয়ে হেরেছে বাংলাদেশ। এবার প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলকে হারিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জয়ের খরা কাটাতে চায় টাইগাররা। সেই সঙ্গে অসিদের হারিয়ে আইসিসি ১০ নম্বর র্যাংকিং থেকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমরা যদি সুনির্দিষ্ট করে চিন্তাভাবনা করি এবং নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দল আরও ভালো ক্রিকেট খেলতে সক্ষম এবং সেটা করতে পারলে র্যাংকিংয়েও পরিবর্তন আসবে। প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে অংশ নিয়ে ৩৪টিতে জয় আর ৬৬টিতে হেরে যায় বাংলাদেশ। সেই ৩৪ জয়ের ১১টিই এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। হারতে হয়েছে স্কটল্যান্ড, হংকং, নেদারল্যান্ডসের কাছেও।