আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হিজলায় চুরির দায়ে গাছের সাথে বেঁধে যুবককে নির্মম নির্যাতন

হিজলায় চুরির দায়ে গাছের সাথে বেঁধে যুবককে নির্মম নির্যাতন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে সিগারেট চুরির দায়ে বিজয় চন্দ্র দাস নামের এক যুবককে সুপারি গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় কাউরিয়া বাজারে গাছের সাথে বেঁধে তাকে নির্যাতন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর শনিবার বিকেলে হিজলা থানার ওসি (তদন্ত) তারেক হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত ব্যবসায়ী সালাম সরদারকে আটক করেন। তারেক হাসান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউরিয়া বাজারের ব্যবসায়ী সালাম সরদারের দোকানে সিগারেট চুরি করতে গেলে সিসি ক্যামেরায় ফুটেজ দেখে দোকানি নিজে ডেকে এনে গাছের সাথে বেঁধে যুবককে মারধর করে। নির্যাতনের বিষয়ে ব্যবসায়ী সালাম সরদার এর কাছে জানতে চাইলে তিনি চুরির দায়ে বিজয় চন্দ্র দাসকে নির্যাতনের কথা অস্বীকার করেন। নির্যাতিত নির্মল চন্দ্র দাসের স্ত্রী রুপা দাস জানান, সকালবেলা ব্যবসায়ী সালাম সরদার আমার স্বামী নির্মল চন্দ্র দাসকে বাড়ি থেকে বাজারে ডেকে নিয়ে যায়। আমার স্বামী বাজারে যাওয়ার পর থেকেই তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করেন। তিনি আরও বলেন, আমি তখন আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার স্বামী যদি চুরি করে তার জন্য থানা পুলিশ আছে তারা বিচার করবে। তারা সেটা না করে আমার স্বামীকে নির্যাতন করছে তাই আমি এই নির্যাতনের বিচার চাই। কাউরিয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু অশক কুমার চ্যাটার্জী জানান, আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না।