আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিরাজগঞ্জে কীটনাশক দিয়ে পাখি হত্যা: থানায় অভিযোগ

সিরাজগঞ্জে কীটনাশক দিয়ে পাখি হত্যা: থানায় অভিযোগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


শাহাজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহাজাদপুরে কীটনাশক দিয়ে পাখি হত্যা করায় এক কৃষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার বন বিভাগের পক্ষ থেকে শাহাজাদপুর থানায় লিখিত অভিযোগ করা হয় বলে জানিয়েছেন শাহাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান। শাহিদ মাহমুদ বলেন, ‘কীটনাশক দিয়ে পাখি হত্যার ঘটনায় বন বিভাগের একজন কর্মকর্তা লিখিত অভিযোগ করেছেন। আমরা এর প্রাথমিক তদন্ত চালাচ্ছি।’ অভিযোগে বলা হয়, শাহাজাদপুরের নরিনা ইউনিয়নের একটি গ্রামের এক কৃষক ক্ষেতের ফসল রক্ষা করতে পাখি মারার জন্য মাষকলাই ডালের সঙ্গে কীটনাশক মিশিয়ে ছিটিয়ে দেন। এরপর ওই কীটনাশক মেশানো ডাল খেয়ে ৬০ থেকে ৭০টি পাখি মারা যায়।
বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ‘দ্য বার্ড সেফটি হাউজ’-এর প্রধান মামুন বিশ্বাস বলেন, ‘কীটনাশক দিয়ে পাখি মারা হয়েছে- এই খবর পেয়ে মঙ্গলবার আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তখনও আমি ২৭টি ঘুঘু এবং তিনটি মৃত কবুতর দেখতে পাই।’ পাখির কিছু মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। বাকি মরদেহগুলো স্থানীয় বন বিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করেন মামুন বিশ্বাস। এরপরই বন বিভাগের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।