আজকের দিন তারিখ ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বায়ার্নের ডাবল জয়ের রাতে রেকর্ডের ছড়াছড়ি

বায়ার্নের ডাবল জয়ের রাতে রেকর্ডের ছড়াছড়ি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২০ , ৬:০১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জার্মানিতে বায়ার্ন মিউনিখ রাজ চলছেই। রেকর্ড টানা অষ্টম লীগ শিরোপা জয়ের পর জার্মান কাপের শিরোপাও ঘরে তুললো বাভারিয়ানরা। চলতি মৌসুমে ডাবল জয়ের পর এখন চ্যাম্পিয়নস লীগ জিততে পারলেই ট্রেবল জিতবে হান্সি ফ্লিকের দল।
শনিবার রাতে বায়ার লেভারকুজেনকে ৪-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ডেভিড আলাবার গোলে বায়ার্ন এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। দ্বিতীয়ার্ধে দলের বাকি দুই গোল করেন লেভানদোস্কি। লেভারকুজেনের গোল দুটি করেন সভেন বেনডার ও কাই হাভার্টস।
বায়ার্নের ডাবল জয়ের রাতে রেকর্ড বইয়ে যোগ হয়েছে কয়েকটি নতুন পাতা। এ নিয়ে রেকর্ড ২০ বার জার্মান কাপ ঘরে তুলল বায়ার্ন। এটি তাদের ১৩তম ঘরোয়া ডাবল। এছাড়া ক্লাবের ইতিহাসে ২৬ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছে বাভারিয়ানরা।

জার্মান ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা ১৭ ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল বায়ার্ন। ১৯৭৮ সালে টানা ১৬ ম্যাচ জিতেছিল লেভারকুজেন।  রেকর্ডটা বায়ার্ন দখলে নিল লেভারকুজেনের বিপক্ষেই।
রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ‘পোলিশ গোলমেশিন’ রবার্ট লেভানদোস্কি ও বায়ার্ন কোচ হান্সি ফ্লিক। প্রথম খেলোয়াড় হিসেবে চারটি জার্মান কাপ ফাইনালে গোল করার কীর্তি গড়েন লেভানদোস্কি। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের একমাত্র ফুটবলার হিসেবে করলেন গোলের হাফ সেঞ্চুরি (৪৪ ম্যাচে ৫১ গোল)।
মৌসুমের শুরুতে হান্সি ফ্লিক ছিলেন সহকারী কোচ। প্রধান কোচ নিকো কোভাকের অধীনে বায়ার্ন ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়। নভেম্বরে বায়ার্ন মিউনিখ কোভাককে বিদায় করে দিয়ে প্রধান কোচের দায়িত্ব দেয় হান্সি ফ্লিককে। বদলে যায় বায়ার্নও। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফ্লিকের অধীনে ডাবল জয় করল বাভারিয়ানরা। প্রথম জার্মান কোচ ও খেলোয়াড় হিসেবে জিতলেন ঘরোয়া ডাবল। সাবেক এই মিডফিল্ডার ১৯৮৫-৮৬ মৌসুমে বায়ার্নের জার্সিতেই জিতেছিলেন ঘরোয়া ডাবল।