আজকের দিন তারিখ ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সোনারগাঁওয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সোনারগাঁওয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২০ , ৫:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


নারায়ণগঞ্জ (সোনারগাঁও) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় রোববার প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে মেঘনা শিল্পনগরী স্কুল-কাদিরগঞ্জ রাস্তার প্রসস্তকরণ ও আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার সহযোগিতায় ও নারায়ণগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে নির্মিতব্য এ রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পিরোজপুর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য সেলিম রেজা, মহিলা সদস্য মমতাজ বেগম, হাজী আবুল বাশার বাদশা, হাজী আলম চান, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, লুৎফর রহমান, আবু হানিফ, শাবুদ্দিন প্রধান, আরিফ আহমেদ ও আওয়ামী লীগ নেতা এমএ সালাম ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে রোববার দুপুরে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২৫ লাখ ব্যয়ে পিরোজপুর ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝাউচর দক্ষিণপাড়া হাজী নূরুল হক মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মেঘনা শিল্পনগরী স্কুল-কাদিরগঞ্জ রাস্তাটির বেহাণ দশার কারণে যানবাহন চলাচল ও এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছিল।সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সার্বিক সহযোগিতায় রোববার সকালে এ রাস্তার প্রসস্তকরণ ও আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এছাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে আমার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২৫ লাখ ব্যয়ে পিরোজপুর ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝাউচর দক্ষিণপাড়া হাজী নূরুল হক মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ শুরু করেছি।