আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জনপ্রিয়তা কমেছে পুতিনের

ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জনপ্রিয়তা কমেছে পুতিনের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২১ , ২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  তিন দিনব্যাপী চলা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও রাশিয়ার রাষ্ট্রক্ষমতায় ফিরছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিরোধীদের ওপর দমনপীড়ন চালিয়েছেন। সোমবার প্রকাশিত নির্বাচনের আংশিক ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। চলমান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জনপ্রিয়তা কমেছে পুতিনের। এনডিটিভির খবরে বলা হয়, প্রায় এক পঞ্চমাংশ জনপ্রিয়তা হারিয়েছেন পুতিন।

ইতোমধ্যে ৩৩ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে। এর ভিত্তিতে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, পুতিনের দল ইউনাইটেড রাশিয়া ৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে। এ দলটির নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টি পেয়েছে ২২ শতাংশ ভোট। এর আগে ২০১৬ সালের নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়েছিল ইউনাইটেড রাশিয়া। আলেক্সি নাভালনির নেতৃত্বাধীন বিরোধীদের কঠোর হাতে দমনের পর রোববার তিন দিনব্যাপী নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ৬৮ বছরের পুতিনের দলের বিজয়ের আভাস পাওয়া যাচ্ছিল।

দীর্ঘদিন ধরেই রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে ইউনাইটেড রাশিয়া। তবে দলটির শাসনামলে রুশ নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ৪৫০ আসনের রুশ পার্লামেন্টের প্রায় তিন চতুর্থাংশই ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে। ২০২০ সালে এ সংখ্যাগরিষ্ঠতার বলেই সংবিধানে একটি নতুন সংস্কার আনা হয়। এতে ভ্লাদিমির পুতিনকে আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখার সুযোগ করা হয়।