আজকের দিন তারিখ ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফাইনালে জেসুসের নিষেধাজ্ঞায় খেপেছেন নেইমার

ফাইনালে জেসুসের নিষেধাজ্ঞায় খেপেছেন নেইমার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২১ , ১২:০৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কোপা আমেরিকার সেমিফাইনালের পর ফাইনালেও দর্শক হয়ে থাকতে হচ্ছে গাব্রিয়েল জেসুসকে। ম্যানচেস্টার সিটির এই তারকা নিষেধাজ্ঞার শাস্তি ব্রাজিলের কেউই মেনে নিতে পারছেন না। লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) ওপর ভীষণ চটেছেন দলটির বড় তারকা নেইমার। কোপা আমেরিকার ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছে। নিজেদের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে ট্রফি ধরে রাখার মিশন ব্রাজিলের। কিন্তু এই মিশনে সেলেসাওরা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জেসুসকে পাচ্ছে না। চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইউগেনিও মেনার মুখে ফ্লাইং কিক মারার কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেখেন সরাসরি লাল কার্ড। তারই শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জেসুস।
যে কারণে সেমিফাইনালে খেলা হয়নি তার। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচেও সেই শাস্তির কারণে খেলতে পারবেন না, কনমেবলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নেইমার। তাই ব্রাজিলিয়ান তারকা কোপা আমেরিকার কর্তৃপক্ষের ওপর খেপেছেন, ‘এটা খুব দুঃখজনক। এদের মতো কিছু মানুষ আমাদের নিয়ন্ত্রণ করে, যারা এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে।’
এরপরই বিদ্রুপের সুরে প্যারিস সেন্ত জার্মেই তারকা বলেছেন, ‘পুরো ঘটনা দারুণ বিশ্লেষণ হয়েছে। তাদেরকে (কনমেবল) শুভেচ্ছা জানানো উচিত আমাদের!’ জেসুস সেই দিনের ঘটনার পর ক্ষমা চেয়েছিলেন। মেনাকে চ্যালেঞ্জ করাটা যে শুধুই দুর্ঘটনা ছিল, তাও বলেছেন ম্যানসিটি ফরোয়ার্ড। তারপরও এমন শাস্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন রেখেছেন জেসুস, ‘দুই ম্যাচ নিষিদ্ধ। কোনও আপিলও করা যাবে না? অভিনন্দন কনমেবল। আমার মনে হয় সেদিন কী ঘটেছিল, তা দেখেনি তারা।’