আজকের দিন তারিখ ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস চুল-দাড়ি তো আর করোনা মানে না : বাড়ছে ন্যাড়া হওয়ার মিছিল

চুল-দাড়ি তো আর করোনা মানে না : বাড়ছে ন্যাড়া হওয়ার মিছিল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৮:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিশ্ব জুড়ে খেলোয়াড়রা বিপদে পড়েছেন। খেলা আর অনুশীলন নিয়ে ব্যস্ত জীবন থমকে গেছে তাঁদের। স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাই স্বেচ্ছাবন্দী। তারকা খেলোয়াড়রা পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়েই বন্দী হয়েছেন। ফলে আক্ষরিক অর্থেই ঘর থেকে বের হচ্ছেন না অধিকাংশ খেলোয়াড়। কিন্তু বাসা থেকে বের না হওয়ার ফলে অনেকেরই নাপিতের কাছে যাওয়া হচ্ছে না। চুল-দাড়ি তো আর করোনা মানে না। তারা তাদের নিয়মে বেড়ে চলে। আর চুল-দাড়ি বেড়ে গেলেই বিপদ। কাটার জন্য এখন কে বের হবে বাইরে? তাঁর ওপর যে নাপিতের কাছে ক্ষৌরকর্ম করা হবে সে নাপিতের চুল কাটার জায়গা বা সরঞ্জাম যে শতভাগ জীবাণুমুক্ত, তারই বা গ্যারান্টি কী? এ জন্য অত শত চিন্তাভাবনার মধ্যে না গিয়ে অনেক খেলোয়াড়ই একেবারে ন্যাড়া হয়ে যাচ্ছেন। ন্যাড়া হয়ে যাওয়ার একটা সুবিধা, অনেক দিন পর্যন্ত চুল কাটা নিয়ে চিন্তা করা লাগে না। আর সে বুদ্ধিটাই কাজে লাগাচ্ছেন খেলোয়াড়েরা। কিছু কিছু খেলোয়াড় আবার এই ন্যাড়া হওয়ার বিষয়টাকে একদম নতুন ট্রেন্ডে রূপ দিয়েছেন। ফুটবলারদের ন্যাড়া হওয়ায় ভূমিকা রাখছেন হোসে হিমেনেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একদিন প্রশ্ন তোলেন, ‘টয়লেট পেপার, ঝাড়ুদণ্ড, অনেক চ্যালেঞ্জই তো হলো। এবার দেখা যাক, কার আসলে ডিম আছে?’ এ চ্যালেঞ্জ নিয়ে ফুটবলাররা সবাই মাথা কামাতে শুরু করেছেন। রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ কিংবদন্তি ক্যাসিয়াস ন্যাড়া মাথার ছবি দিয়েছেন। এডেন হ্যাজার্ড ও রদ্রিগো মরেনোও নিজেদের চুল কেটে ফেলেছেন। ম্যাক্সি গোমেজ ও ফেরান তোরেসও সেই পথে হেঁটেছেন। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোও নিজের সামনের খোঁপা বাঁচিয়ে আশপাশের চুল কেটে ফেলেছেন। তবে সম্ভাব্য সেরা উপায়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন টেকো মাথার পেপে রেইনা। সাবেক লিভারপুল গোলরক্ষক একটি ভিডিও দিয়েছেন। সেখানে দেখা গেছে, টেবিলের ওপর পাশাপাশি চারটি ডিম রাখা থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ একটি মাথা উঠে আসে। তিনটি আসল ডিমের মাঝে নিজের টাক মাথা লুকিয়ে রেখেছিলেন রেইনা! শুধু ফুটবলাররাই নন, ‘টাক’ হচ্ছেন ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারই যেমন, দেশের চিকিৎসাকর্মীদের সম্মান জানানোর জন্য টাক হয়ে গেছেন। তবে কপিল দেবের টাক হওয়ার পেছনে অমন কিছু অনুপ্রেরণাদায়ী হিসেবে কাজ করেছে কি না, জানা যায়নি। হ্যাঁ, ঠিক পড়েছেন। চলমান ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে টাক হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবও। কপিলের এই ছবি টুইটারে দিয়েছেন সাবেক সতীর্থ চেতন শর্মা। লিখেছেন, ‘কিংবদন্তি কপিল দেবের নতুন অবতার। বাহ। বেশ ভালো লেগেছে আমার। উনাকে ভিন্নভাবে দেখে বেশ ভালোই লাগছে!’ কপিলের এই নতুন ‘স্টাইল’ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একজন লিখেছেন, ‘কপিলকে দেখে মনে হচ্ছে স্যার ভিভ রিচার্ডস আর সৈয়দ কিরমানির মাঝামাঝি কেউ!’