আজকের দিন তারিখ ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অনুশীলনে ফিরেছে আফগানরা

অনুশীলনে ফিরেছে আফগানরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২০ , ৭:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ক্রিকেট দল আগেই অনুশীলন শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফরের পরিকল্পনাও করছে। বাংলাদেশের শ্রীলংকা যাওয়া নিয়ে আলোচনা চলছে। এবার অনুশীলন শুরু করেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার রশিদ খান, মোহাম্মদ নবি, আসগর আফগানসহ ২২ জন ক্রিকেটারকে নিয়ে কাবুলে ক্যাম্প শুরু করেছে দলটি। তাদের এই ক্যাম্পে যোগ দিয়েছেন নিষেধাজ্ঞায় থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদও। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, করোনাভাইরাস পরবর্তী ক্রিকেটের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তারা। শনিবার বোর্ড সভায় স্বাস্থ্যবিধি মেনে তাদের এক মাসের ক্যাম্প চলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূচি অনুযায়ী, পাঁচ ম্যাচের টি-২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল তাদের। এরপর খেলার কথা ছিল টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ। কিন্তু এখন তার সবই অনিশ্চিত। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে যেহেতু অস্ট্রেলিয়া তাদের আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে যাচ্ছে। আফগানিস্তান সিরিজটাও তাই হতে পারে। এছাড়া অস্ট্রেলিয়া করোনা পরবর্তী আফগানদের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের পর একটি টেস্টও সূচিবদ্ধ করেছে।