আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিলেটে বাড়ছে করোনা রোগী : কমছে হোম কোয়ারেন্টিন

সিলেটে বাড়ছে করোনা রোগী : কমছে হোম কোয়ারেন্টিন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২০ , ১০:১২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগে গত এক সপ্তাহে হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ১ থেকে ৭ মে পর্যন্ত এ বিভাগে হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৯ জন। বিপরীতে নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায় গেছেন ৭৪২ জন। এদিকে এ খবর আশা জাগানিয়া মনে হলেও প্রকৃত অর্থে এ অঞ্চলে করোনা পরিস্থিতি দিন দিন আগের চেয়ে ভয়াবহ হয়ে আকার ধারণ করছে। গত এক সপ্তাহে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে।  স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয়ের হিসেব অনুসারে, এক সপ্তাহ আগে সিলেট বিভাগে করোনা পজিটিভ শনাক্ত ছিলেন ১১০ জন। সপ্তাহের ব্যবধানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন।   সূত্র জানায়, এক সপ্তাহ আগে শনাক্ত ১১০ রোগীর মধ্যে হাসপাতালে ছিলেন ৬৫ জন। সপ্তাহান্তে বিভাগের চার জেলায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৯৮ জন। এর মধ্যে সিলেটে জেলার ৭৯ করোনা রোগীর মধ্যে ১৪ জন, সুনামগঞ্জে ৫৭ জনের মধ্যে ৩১ জন, হবিগঞ্জে ৯০ জনের মধ্যে ৫৩ জন  হাসপাতালে ভাছেন। অন্যদিকে মৌলভীবাজারে ৩৪ জন শনাক্ত হলেও হাসপাতালে কেউ ভর্তি নেই। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর এসব তথ্য নিশ্চিত করেন। সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ১০ মার্চ থেকে সিলেটে হোম কোয়ারেন্টিনে ছিলেন ১০ হাজার ২১৫ জন। এর মধ্যে কোয়ারেন্টিন ছেড়েছেন ৮ হাজার ২৩ জন। বিভাগের মধ্যে এখনও ২ হাজার ১৯২ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এর মধ্যে সিলেটে ১৮৯, সুনামগঞ্জে ১ হাজার ৭৮, হবিগঞ্জে ৪২৫ ও মৌলভীবাজারে ৪০০ জন রয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) নতুন করে হোম কোয়ারেন্টিন ছেড়েছেন ২৫৫ জন। হোম কোয়ারেন্টিনে গেছেন ৮৬ জন। এর মধ্যে মৌলভীবাজারে ৫৬ জন, সিলেটে ২০ জন, সুনামগঞ্জে ৯ জন ও হবিগঞ্জে ১ জন রয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টিন ছাড়াদের মধ্যে আছেন সিলেটের ১৭ জন, সুনামগঞ্জের ১১১, হবিগঞ্জের ৮৫ ও মৌলভীবাজারের ৪২ জন। সংশ্লিষ্টরা বলছেন, কমিউনিটি ট্রান্সমিশনের এই সময়ে যথাযথ সামাজিক দূরত্ব বজায় না রাখায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।  এ বিভাগে করোনা শনাক্তদের মধ্যে  ৩১ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে সিলেটের ২৩, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন।