আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সহিংসতার বিরুদ্ধে কঠোর হবেন মরিয়ম নওয়াজ

সহিংসতার বিরুদ্ধে কঠোর হবেন মরিয়ম নওয়াজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২৪ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : রাজনৈতিক বিরোধীদের ‘হিংসাত্মক প্রতিবাদ’ অবলম্বন করার বিষয়ে সতর্ক করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ। রাজনীতির অজুহাতে কেউ আইন হাতে নেওয়ার সাহস করলে তিনি নিজেও কঠোর হবেন বলে ঘোষণা দিয়েছেন। বুধবার লাহোরে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মরিয়ম নওয়াজ এমন ঘোষণা দিয়েছেন। খবর ডনের।  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(পিটিআই) নেতাদের উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, ‘বিরোধীরা শোকের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে তারা সঠিক মানসিক অবস্থানে নেই। তারা এখন পরাজিত মানসিকতার মধ্যে রয়েছে। তারা নৈরাজ্য, মেরুকরণ ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়’। ‘যারা জনসাধারণের জন্য সমস্যা তৈরি করতে চায়’ তাদের প্রতি মরিয়ম তিনি ‘শূন্য সহনশীলতা’ নীতি অবলম্বন করবেন বলেও উল্লেখ করেন। মরিয়ম নওয়াজ আরও বলেন, ‘আমি তাদের বলতে চাই, তারা যদি রাজনীতি করার অজুহাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা চালায় তাহলে আমিও কঠোর হব।’
পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ জানিয়ে আসছে পিটিআই। এ লক্ষ্যে নির্বাচনের পর থেকেই দলটি বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। আর এ বিষয়ে কথা বলতে গিয়ে মরিয়ম বলেন, ‘পরাজিত মন লড়াই চায়। আমরা যা কিছু করি তাতে তারা আমাদের সমালোচনা করে যাচ্ছে। কিন্তু আমি সমালোচনাকে পাত্তা দিই না…আমি আমার কাজ করব।’