আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাজশাহীর তানোরে এক থানার ১৭ পুলিশ কোয়ারেন্টিনে

রাজশাহীর তানোরে এক থানার ১৭ পুলিশ কোয়ারেন্টিনে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২০ , ৯:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাজশাহীর (তানোর) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় এক থাকার এসআইসহ ১৭ পুলিশ কনস্টেবলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তানোর থানার পুলিশ কনস্টেবল ও পরিচ্ছন্নকর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ায় বুধবার সকালে তাদের সরকারি আবদুল করিম সরকার কলেজ ভবনে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, পুরো থানাচত্বর ওয়াশ করার জন্য আপাতত সিদ্ধান্ত নেয়া হযেছে। এ ছাড়া থানায় স্বল্প জায়গায় সামাজিক দূরত্ব সম্ভব নয়। ফলে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা দুই এসআই ও ১৫ পুলিশ কনস্টেবলকে কলেজ ভবনে কোয়ারেন্টিনে স্থানান্তর করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে তানোর থানা লকডাউনের প্রশ্নই আসে না। থানা সবার জন্য উন্মুক্ত বলে জানান ওসি। এদিকে থানা পুলিশ করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে থানা মোড়ে ও তানোর বাজার এলাকায় অন্যান্য দিনের চেয়ে বুধবার মানুষের চলাফেরা খুবই কম লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, ভারত ফেরত উপজেলার হাঁপানিয়া গ্রামের এক কিশোরের (১৮) শরীরে গত ২৮ এপ্রিল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পেশাগত দায়িত্বের জায়গা থেকে ওই কিশোরের সংস্পর্শে যেতে হয় থানা পুলিশ সংশ্লিষ্টদের। ফলে গত ৪ মে মেডিকেল পরীক্ষায় পুলিশ কনস্টেবল আলী হোসেন (৪২) ও থানার পরিছন্নকর্মী আবদুল মালেকের (৩৩) শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সম্প্রতি তাদের সংস্পর্শে চলাফেরায় ১৫ কনস্টেবল ও ২ এসআইকে ১৪ দিন কোয়ারেন্টিনে পাঠানো হয়।