আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মুক্তিযোদ্ধার জন্য ৩০ লাখ টাকা আনলেন জাপানি কাতো

মুক্তিযোদ্ধার জন্য ৩০ লাখ টাকা আনলেন জাপানি কাতো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২১ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : চলমান মৌসুমে দল গড়াই কঠিন হয়ে পড়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। ঠিক সেই সময়ে এগিয়ে আসেন জাপানি অধিনায়ক ইউসেকো কাতো। তারই মাধ্যমে এক বহুজাতিক কোম্পানি এগিয়ে আসে। দিয়েছিল এক কোটি টাকা। এবার কাতো আরও ৩০ লাখ টাকা এনে দিয়েছেন। জাপানি নাগরিকদের কাছে জনমত গঠন করে এই অর্থ পাওয়া গেছে। বিনিময়ে মুক্তিযোদ্ধার জার্সি তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এই অর্থের ব্যাপারে কাতো বলেছেন, ‘জাপানে আমার ঘনিষ্ঠ ও কাছের ১৮০ জন অর্থ সাহায্য করেছে। আমি ফেসবুকের মাধ্যমে একটি গ্রুপ করে জনমত গঠন করি। সেখানে কেউ ৫০০ ডলার, কেউ ১০০ ডলার কিংবা ৫০ ডলার দিয়েছে। এভাবে সব মিলিয়ে বাংলাদেশি টাকায় ৩০ লাখের মতো হয়েছে। সবই করছি মুক্তিযোদ্ধার জন্য। এটা তো শুধু একটি নাম নয়। অনেক কিছুই।’
এই অর্থ খেলোয়াড়দের পেছনে ব্যয় হবে বলে জানিয়েছেন দলটির ম্যানেজার আরিফুল ইসলাম। কাতো এই মৌসুমে মুক্তিযোদ্ধার হয়ে দুর্দান্ত খেলছেন। নিজের ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন, ‘অবশ্যই জীবনে অর্থের প্রয়োজন রয়েছে। আমি এখানে স্বাচ্ছন্দ্যে রয়েছি। মুক্তিযোদ্ধাতেই থাকার সম্ভাবনা বেশি আমার।’