আজকের দিন তারিখ ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ধর্ম ও জীবন বিশ্বের ব্যয়বহুল কুরআন প্রদর্শনী শুরু

বিশ্বের ব্যয়বহুল কুরআন প্রদর্শনী শুরু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:২৭ অপরাহ্ণ | বিভাগ: ধর্ম ও জীবন


2অনলাইন ধর্ম ডেস্ক: বিশ্বের সবচাইতে ব্যয়বহুল প্রকল্পে তৈরি পবিত্র কুরআনের সংস্করণটি উন্মোচন করছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। সোমবার থেকে তেহরানে ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে এই কুরআনটি প্রদর্শন করার কথা রয়েছে।

এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মেহেরদাদ জান ফাজা জানিয়েছেন, ইরানি শিল্পীদের আকর্ষণীয় ক্যালিগ্রাফি বা শৈল্পিক লিপি ও নক্সা থাকার কারণেই এই কুরআন বিশ্ব ইতিহাসে এক অনন্য ও সবচেয়ে ব্যয়বহুল সংস্করণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও জানান, কুরআনের কপি তৈরির এই প্রকল্প সম্পন্ন করতে ১৮ বছর লেগেছে এবং এতে খরচ হয়েছে ৬০ বিলিয়ন রিয়াল বা ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থ (সাড়ে ১৩ কোটি টাকা)। কুরআনের এই অমূল্য সংস্করণটি তৈরির খরচ যুগিয়ে জানা-ফাজা’র পরিবার। এই কুরআনের প্রদর্শনীর আয় থেকে অর্জিত অর্থ দাতব্য খাতে এবং ইস্পাহানের একটি ইয়াতিমখানা নির্মাণের কাজে ব্যয় করা হবে।

তেহরানের ২৪তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু হচ্ছে সোমবার থেকে। ইমাম খোমেনী গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড বা মোসাল্লায় আয়োজিত ১৫ দিনের এই প্রদর্শনী শেষ হবে ২৯ জুন বুধবার।