আজকের দিন তারিখ ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ধর্ম ও জীবন কোরআন অবমাননা বন্ধে আইন করছে ডেনমার্ক

কোরআন অবমাননা বন্ধে আইন করছে ডেনমার্ক


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৩ , ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: ধর্ম ও জীবন


দিনের শেষে ডেস্ক  : কুরআন অবমাননার ঘটনায় মুসলিম দেশগুলোর ক্ষোভ প্রকাশের পর মুসলমানদের পবিত্র এই ধর্মগ্রন্থটি পোড়ানো নিষিদ্ধের পরিকল্পনা করছে ডেনমার্ক। শুক্রবার দেশটির আইনমন্ত্রী পিটার হামেলগার্ড এ তথ্য জানিয়েছেন। পিটার হামেলগার্ড সাংবাদিকদের জানিয়েছেন, সরকার একটি বিল পেশ করবে যা ‘একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্য বহনকারী বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণকে নিষিদ্ধ করবে।’ তিনি জানান, আইনটি বিশেষ করে প্রকাশে অগ্নিসংযোগ এবং অপবিত্র করাকে নিষিদ্ধ করবে। হামেলগার্ড বলেন, কোরআন পোড়ানো ‘মৌলিকভাবে অবমাননাকর এবং সহানুভূতিহীন কাজ’ যা ‘ডেনমার্ক এবং এর স্বার্থের ক্ষতি করে।’ নতুন আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে, যা জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। হামেলগার্ড জানিয়েছেন, ডেনমার্কের জাতীয় নিরাপত্তা হচ্ছে এই নিষেধাজ্ঞার মূল ‘অনুপ্রেরণা।’

তিনি বলেন, ‘যখন বেশ কয়েকজন ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উস্কে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে তখন আমরা আমাদের অস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে পারি না।’

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে গত মাসে একাধিকবার কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর প্রায় এক হাজার বিক্ষোভকারী বাগদাদে ডেনমার্ক দূতাবাসের কাছে বিক্ষোভ করেছে। কোরআন অবমাননার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক মুসলিম দেশ। এমনকি বেশ কয়েকটি দেশ ডেনমার্কের রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদও জানিয়েছে।