আজকের দিন তারিখ ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ বানরের কাণ্ডে পুরো দেশ অন্ধকারে!

বানরের কাণ্ডে পুরো দেশ অন্ধকারে!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


13অনলাইন ডেস্ক:  কেনিয়া জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জন্য দায়ী করা হচ্ছে এক বানরকে। গত মঙ্গলবার সারাদেশে এক সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেনিয়া ডুবে যায় অন্ধকারে।

কর্মকর্তারা বলছেন, এই বিদ্যুৎ বিভ্রাটের মূলে ছিল একটি বানর। কেনিয়ার সবচেয়ে বড় একটি জল-বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফর্মারের ওপর বানরটি পড়ার পর এটি বন্ধ হয়ে যায়। এর পর একে একে অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোও ‘ট্রিপ’ করতে থাকে। বিদ্যুৎ সরবরাহ চালু করতে প্রায় চার ঘন্টা সময় লেগে যায়।

কর্মকর্তারা বলছেন, যে বানরটির কারণে এত কাণ্ড, তার কিন্তু কিছুই হয়নি। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া বানরটিকে কেনিয়ার বন্য প্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কেনিয়ার প্রধান বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ‘কেনজেন’ তাদের বিভিন্ন স্থাপনাকে বন্যপ্রাণী থেকে রক্ষা করতে বৈদ্যুতিক তারের বেড়া ব্যবহার করে।