আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ শব্দ শুনেই ৩০০০ পাখির নাম বলে দিতে পারেন দৃষ্টি প্রতিবন্ধী!

শব্দ শুনেই ৩০০০ পাখির নাম বলে দিতে পারেন দৃষ্টি প্রতিবন্ধী!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:১২ অপরাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


57অনলাইন ডেস্ক: মানুষের মন যদি চায়, তাহলে কী না হয়? মনের জেদের কাছে, জোরের কাছে হার মানে যেকোন শারীরিক প্রতিবন্ধকতা। ঠিক যেমন হার মেনেছে উরুগুয়ের জুয়ান পাবলো কুলাসোর কাছে। জন্ম থেকেই অন্ধ। চোখে দেখতে পান না।

আলো, পানি, গাছপালা, নদী, সমুদ্র, পাহাড়, পাখি দেখতে কেমন, নিজে চোখে দেখেননি কোনো দিনও।

কিন্তু তারপরও কোনটা কোন পাখি সেটা বুঝতে অসুবিধা হয় না তার। না দেখে, শুধু ডাক শুনেই বলে দিতে পারেন ৭২০টি প্রজাতির ৩০০০ পাখি।

উরুগুয়ের এই ‘বিস্ময় শ্রোতা’-র নতুন শখ, প্রকৃতির নানারকম শব্দ রেকর্ড করে তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা। সম্প্রতি আন্টার্কটিকা থেকে ঘুরে এলেন মাস দুয়েক। পৃথিবীর শীতলতম, রহস্যজনক মহাদেশ থেকে রেকর্ড করে এনেছেন এমনই কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ।