আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল বরফ ঠাণ্ডা জাম-দইয়ের স্লাশ

বরফ ঠাণ্ডা জাম-দইয়ের স্লাশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১০:০১ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


st-01কাগজ অনলাইন ডেস্ক: সারাদিন তৃষ্ণায় ছটফট করার পর ইফতারে খাবারের চাইতে পানীয়ের প্রতিই বেশি আকর্ষণ থাকে। প্রতিদিন একই রকমের জুস বা আইসক্রিম পছন্দ না হলে চেখে দেখতে পারেন এই দুইয়ের মাঝামাঝি একটি দারুণ খাবার, ফলের স্লাশ। ফ্রেশ ফল এবং বরফের মিশেলে প্রাণ জুড়াতে স্লাশ অতুলনীয়। আজ দেখে নিন জাম এবং দইয়ের স্বাদে একটি স্লাশের রেসিপি।

উপকরণ
– ১৫/২০টা জাম, বিচি ফেলে হালকা ভর্তা করে নেওয়া
– ২ কাপ দই
– ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
– ১ টেবিল চামচ লেবুর রস
– ২/৩ টেবিল চামচ গুঁড়ো চিনি
– পরিবেশনের জন্য মধু এবং বাদামের কুচি

প্রণালী
১) জামগুলোকে আলদা আলাদা গ্লাসে নিন। একেকটি গ্লাসের সিকি অংশে জাম নেবেন।
২) ব্লেন্ডারে দই, ভ্যানিলা এসেন্স, লেবুর রস এবং চিনি নিন এবং ব্লেন্ড করে নিন। ভালোমত মিশে গেলে এতে আইস কিউব দিন। আইস কিউব কুচি কুচি হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।
৩) গ্লাসে রাখা জামের ওপরে দইয়ের এই মিশ্রণ দিন। এর ওপরে মধু ঢেলে দিন অল্প করে। এর ওপরে কুচি করা কাঠবাদাম এবং পেস্তাবাদাম ছড়িয়ে দিন।