আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পূর্ব জেরুজালেমে ছড়িয়ে পড়েছে করোনা

পূর্ব জেরুজালেমে ছড়িয়ে পড়েছে করোনা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক চাপ ও ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিন বংশোদ্ভূত আরব রাজনীতিকদের জোটের প্রধান আহমাদ তিবির অব্যাহত দাবির মুখে প্রথমবারের মতো অধিকৃত পূর্ব জেরুজালেমে করোনায় আক্রান্তদের তালিকা প্রকাশ করল। খবর আরব নিউজের। একই সঙ্গে আক্রান্ত ফিলিস্তিনিদের চিকিৎসায় পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোর ৭০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলেও জানিয়েছে ইসরাইল। জেরুজালেম মিউনিসিপালিটি গত ২৬ এপ্রিল পূর্ব জেরুজালেমে করোনায় আক্রান্ত ১৪৩ ফিলিস্তিনির তালিকা প্রকাশ করে। ইসরাইলে আরব এমপি আহমাদ তিবি আরব নিউজকে জানান, গত দুই সপ্তাহ ধরে পূর্ব জেরুজালেমে করোনা রোগী শনাক্তে জন্য ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরীক্ষা করার তাগিদ দিয়ে আসছিলেন। তিনি বলেন, দেরিতে হলেও ভালো যে, শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আলী গাইথ নামে ইসরাইলভিত্তিক একটি মানবাধিকারকর্মী বলেন, গত ২১ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের এক আলোচনাসভায়ও ফিলিস্তিনিদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উত্থাপন করেছিলেন। আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে ৫ দিনের মাথায় ফিলিস্তিনিদের করোনাভাইরাসে আক্রান্তদের প্রথম তালিকা প্রকাশ করল ইসরাইল।