আজকের দিন তারিখ ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দুই মিনিটের টর্নেডোয় দুই গ্রামে ব্যাপক ক্ষতি

দুই মিনিটের টর্নেডোয় দুই গ্রামে ব্যাপক ক্ষতি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৩:৪৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Patharghata-পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটায় দুই মিনিটের টর্নেডোয় ব্যাপক ক্ষতি হয়েছে গেছে ২টি গ্রাম। পাথরঘাটা সদর ও কালমেঘা ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৩টি বসতঘর উড়িয়ে নিয়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা ও কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামের নুরজাহান কেজি প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ইব্রাহীম মিয়া জানান, সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শিক্ষার্থীরা স্কুলের মধ্যে বসে লেখাপড়া করছিল। এ সময় হঠাৎ করে টর্নেডো শুরু হয়। দুই মিনিটের মধ্যে তাদের স্কুল ভবন ও পাশে থাকা মসজিদসহ কয়েকটি বসতবাড়ি ঘর উড়িয়ে নিয়ে যায়। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

পাথরঘাটা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি মসজিদসহ কমপক্ষে ১০টি ঘরের ক্ষতি হয়েছে। এসব ক্ষতিপূরণে তালিকা তৈরির কাজ চলছে।