আজকের দিন তারিখ ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ডেঙ্গু রোগের ঝুঁকিতে বেগমগঞ্জবাসী

ডেঙ্গু রোগের ঝুঁকিতে বেগমগঞ্জবাসী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বেগমগঞ্জ( নোয়াখালী) : সারাদেশের মত বেগমগঞ্জের মানুষ ডেঙ্গু রোগের ঝুঁকিতে পড়েছে। এরোগে গত ৩ দিনে ১৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে পরীক্ষা  করে পজিটিভ এসেছে। জানা যায় বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী শহর সহ প্রত্যন্ত অঞ্চলে এবং সরকারী বেসরকারী স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানে কোন প্রকার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম না থাকায় এবং চৌমুহনী বৃহত্তর নোয়াখালী বানিজ্য কেন্দ্র বিধায় সারা দেশ থেকে আমদানি—রপ্তানী করার জন্য পরিবহনের সাথে জড়িত লোকজন আসা যাওয়া কালে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এরই মধ্যে চৌমুহনী বাজার ময়লা আবর্জনা শহর হিসাবে চিহ্নিত আছে। তার মধ্যে খাল, বিল, নর্দমা ও সময় মত ডাষ্টবিন অপরিচন্ন থাকায় মশা উৎপদন বৃদ্ধি পাচ্ছে। এই পর্যন্ত চৌমুহনী শহরসহ উপজেলার বিভিন্নস্থানে ১৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস জানান, গত ৩ দিনে এহাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী র্ভতি হয়। এমধ্যে ৩ জনের শরীরে পরীক্ষা শেষে পজিটিভ রিপোট এসেছে। বাকী ১০ জনের নেগিটিভ রিপোট এসেছে। এমধ্যে মোরশেদ আলমসহ ৪ জনের অবস্থা আশংকা জনক। তিনি আরো জানান এই রোগ নির্ণয় করার জন পর্যাপ্ত কীট এবং ঔষুধ রয়েছে। সচেতনার জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়েছে।