আজকের দিন তারিখ ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ জঙ্গি হামলা ঠেকাতে লাঠি-বাঁশি বিতরণ

জঙ্গি হামলা ঠেকাতে লাঠি-বাঁশি বিতরণ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৬:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


magura_policeকাগজ অনলাইন প্রতিবেদক: জঙ্গি হামলা মোকাবিলায় প্রতিরক্ষা দল গঠন করে তাদের মধ্যে লাঠি-বাঁশি বিতরণ কার্যক্রম শুরু করেছে মাগুরা পুলিশ।

রোববার বিকেলে পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলাসহ অপরাধ মোকাবিলায় সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে জেলার প্রত্যেকটি গ্রামে ‘গ্রাম প্রতিরক্ষা দল’ গঠন করা হবে।

এরই অংশ হিসেবে আজ মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়নের গোপিনাথপুর গিরিধারী আশ্রম, টেঙ্গাখালী কৃষ্ণবিলা সার্বজনীন মন্দির ও শ্রীপুর থানার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে প্রত্যেকটি দলকে লাঠি ও বাঁশি প্রদান করা হয়।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, লোকজনের মধ্যে সাহস জোগাতে এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সর্বত্র প্রতিরক্ষা কমিটি গঠন করা হবে।