আজকের দিন তারিখ ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘ছক্কা বাঁচানো সেরা ফিল্ডিং’, প্রশংসায় ভাসছেন পুরান

‘ছক্কা বাঁচানো সেরা ফিল্ডিং’, প্রশংসায় ভাসছেন পুরান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২০ , ১:০৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওভার বাউন্ডারি বাঁচানো ফিল্ডিং দেখালেন কিংস ইলেভেন পাঞ্জাবের তারকা নিকোলাস পুরান। আইপিএলের ম্যাচে গতকাল রোববার পুরানের অবিশ্বাস্য ফিল্ডিংয়ে মত্ত ছিল ক্রিকেটবিশ্ব। অবিশ্বাস্য দক্ষতায় শূন্যে ভেসে ছক্কা বাঁচিয়ে দিলেন তিনি। এমন ফিল্ডিংয়ের পর বিভিন্ন মাধ্যমে প্রশংসায় ভাসছেন ক্যারিবীয় তারকা। ক্রিকেটবোদ্ধাদের চোখে, জীবনের সেরা ফিল্ডিংয়ের নায়ক বনে গেলেন নিকোলাস পুরান।
ঘটনাটি ঘটে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে। রাজস্থান রয়্যালসের অষ্টম ওভারে লেগস্পিনার মুরুগান অশ্বিনের বলে পুল করেছিলেন দুর্দান্ত ফর্মে থাকা সাঞ্জু স্যামসন। তাঁর বল হাওয়ায় ভেসে চলে যাচ্ছিল সীমানার বাইরে।
ঠিক সে সময় বাজপাখির মতো দেখা দিলেন পুরান। বল বাঁচাতে দৌড়ে ঝাঁপ দেন তিনি। কিন্তু ততক্ষণে তাঁর শরীরও সীমানার বাইরে চলে যায়। বুঝতে পেরে চোখের পলকে বল ভেতরে ছুড়ে দেন পুরান। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, ছক্কা হয়নি, শুধু দৌড়ে নেওয়া দুই রান হয়েছে। মুহূর্তের মধ্যে ক্রিকেট ইতিহাসের অন্যতম ফিল্ডিং দেখে ফেলল ক্রিকেট ভক্তরা।
এমন ফিল্ডিংয়ে ক্রিকেটের মহারথীদের প্রশংসায় ভাসেন পুরান। ইংল্যান্ডের কেভিন পিটারসেন বলেন, ‘আমার দেখা আইপিএলের সেরা ফিল্ডিং সেভ।’
ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার আরেক ধাপ এগিয়ে বলেন, ‘শুধু আইপিএল নয়, যেকোনো ক্রিকেটেই আমার দেখা সেরা সেভ।’
ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লিখেছেন, ‘আমার দেখা সেরা ফিল্ডিং সেভগুলোর মধ্যে একটি করে দেখিয়েছে পুরান। বল সীমানার প্রায় দুই গজ ছাড়িয়ে চলে গিয়েছিল, সেখান থেকে ফেরত আনা দারুণ! ফিল্ডিংয়ের মান আমাদের সামনে আর কোথায় নিয়ে যাবে!’
পুরানের ফিল্ডিং উঠে এসেছে শচীন টেন্ডুলকারের টুইটেও, ‘আমার জীবনে দেখা সেরা সেভ এটিই, স্রেফ অবিশ্বাস্য!’
পুরানের দলের ফিল্ডিং কোচ জন্টি রোডস, অনেকের চোখেই যিনি সর্বকালের সেরা ফিল্ডার। পুরানের সেভ দেখে ডাগআউট থেকে তালি দিতে দিতে কুর্নিশ জানান রোডস। পরে টেন্ডুলকারের টুইট শেয়ার করে বলেন, ‘শচীন টেন্ডুলকার যখন তাঁর দেখা সেরা সেভ বলছেন, এরপর আসলে আর কোনো প্রশ্নই থাকে না। এটিই সর্বকালের সেরা সেভ। পুরানের অসাধারণ কাজ।’
রোমাঞ্চভরা ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নেওয়ার রেকর্ড গড়ল স্টিভ স্মিথরা।