আজকের দিন তারিখ ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কোয়ারেন্টাইনে না মানায় শাসন করায় গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

কোয়ারেন্টাইনে না মানায় শাসন করায় গার্মেন্টস কর্মীর আত্মহত্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৮:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


জয়পুরহাট (আক্কেলপুর) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে উজ্জল হোসেন (১৬) নামে এক কিশোর গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে। ঢাকা থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে এলাকায় ঘোরাফেরা করায় পরিবার ও এলাকার লোকজন শাসন করায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত উজ্জল হোসেন উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামের সিরাজের ছেলে। রায়কালী ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর রহমান হামিদ জানান, উজ্জল হোসেন ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত। সে গত দুই দিন আগে লকডাউন চলা অবস্থায় ঢাকা থেকে নিজ বাড়িতে আসে। হোম কোয়ারেন্টাইন না মেনে এলাকায় অবাধে ঘোরাফেরা করায় তার পরিবার ও গ্রামের লোকজন তাকে বকাবকি করেন। এতে সে অভিমান করে মঙ্গলবার রাতে সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, উজ্জল হোসেন নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে। মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘটনায় বুধবার সকাল পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ করেনি।