আজকের দিন তারিখ ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস করোনা পরীক্ষার পর ৩ ধাপে ক্যাম্পে যাবেন ফুটবলাররা

করোনা পরীক্ষার পর ৩ ধাপে ক্যাম্পে যাবেন ফুটবলাররা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২০ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের খেলা আগামী অক্টোবরে। তাই ৩৬ জনের প্রাথমিক দল নিয়ে ৭ আগস্ট থেকে গাজীপুরে ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের ফুটবলারদের।  কিন্তু ফুটবলাররা এক সঙ্গে ক্যাম্পে যোগ দিতে পারবেন না। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ৪ আগস্ট, মঙ্গলবার খেলোয়াড়দের তিন ধাপে ক্যাম্পে যোগ দিতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

৫ ও ৬ আগস্ট ১২ জন করে ফুটবলার অনুশীলন ক্যাম্পে নাম লেখাবেন। ৭ আগস্ট যোগ দিবেন ১০ জন ফুটবলার। বাকি থাকা জামাল ভূঁইয়া ও কাজী তারিক রায়হান বিদেশে থাকায় ক্যাম্পে ঢুকবেন পরে। তবে তার আগে ফুটবলারদের উত্তীর্ণ হতে হবে করোনাভাইরাস পরীক্ষায়।

কোচ ডেমি ডে রয়েছেন ইংল্যান্ডে। তাই ক্যাম্প শুরু হলেও এ ইংলিশ কোচকে পাচ্ছে না তার শিষ্যরা। তিনি না আসা পর্যন্ত ক্যাম্প চলবে স্থানীয় কোচদের মাধ্যমে।

বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচে আগামী ৮ অক্টোবর সিলেটে অতিথি দল আফগানিস্তানের বিপক্ষে লড়বে লাল সবুজের- প্রতিনিধিরা।