আজকের দিন তারিখ ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ইলিশ সংরক্ষণ অভিযান কার্যকরে বরিশালে সভা

ইলিশ সংরক্ষণ অভিযান কার্যকরে বরিশালে সভা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২০ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক : ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মৎস্য ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদফতর বরিশাল বিভাগের উপপরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুম। এই মৌসুমে যাতে কেউ ইলিশ শিকার না করে সে জন্য লিফলেট, মাইকিংসহ নানা প্রচারণা চালানো হচ্ছে। আইন অমান্য করে যারা ইলিশ শিকার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেননা ইলিশ যদি এই মৌসুমে নদীতে ডিম না ছাড়তে পারে তাহলে ইলিশ সংকট দেখা দেবে দেশজুড়ে। এদিকে জানা গেছে ২২ দিন ধরে ইলিশ শিকার বন্ধ থাকায় জেলেদের সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। বরিশাল বিভাগে ২ লাখ ৮৩ হাজার ৫শ’ জেলেকে এই সহায়তা প্রদান করা হবে।