Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ ৯৬ বছরে স্নাতক ডিগ্রি!

৯৬ বছরে স্নাতক ডিগ্রি!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


2অনলাইন ডেস্ক: গড় আয়ু বিচার করলে যে বয়স পর্যন্ত বেঁচে থাকার চিন্তা করাই আমাদের জন্য অলীক কল্পনা, সেই বয়সে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অজর্ন করলেন জাপানের ৯৬ বছরের ‘যুবক’ শিগেমি হিরাতা। ঠিক ৯৬ বছরও নয়, আর মাত্র ১৬৫ দিন পরই তার বয়স হবে ৯৭। তিনি থাকেন পশ্চিম জাপানের একটি এলাকায়।

এর মাধ্যমে হিরাতা বিশ্বের সবচেয়ে বেশি বয়সে স্নাতক ডিগ্রি অর্জনকারীর খেতাব পেয়েছেন। ফলে তার নাম লিপিবদ্ধ হয়েছে গিনেস বুকে।

স্নাতক হিসেবে স্বীকৃতি পেয়ে হিরাতা গতকাল শুক্রবার আনন্দ প্রকাশ করে বলেন, ”আমি সত্যি সত্যি খুশি। যেকোনো বয়সে শেখা- একটা মজার বিষয়।”

এ সময় তিনি তার বাড়ি জাপানের তকমআতসুকে উপস্থিত সাংবাদিকদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ দেখান এবং আনন্দ প্রকাশ করেন।

১৯১৯ সালের ১ সেপ্টেম্বর হিরাতার জন্ম। জাপানের প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত কিয়েতো বিশ্ববিদ্যালয়ের কলা ও সিরামিক বিভাগে ভর্তি হন ২০০৫ সালে। তখন তার বয়স ছিল ৮৫। একটানা ১১ বছর পড়াশোনা শেষে গত ১৯ মার্চ ৯৬ বছর ২০০ দিন বয়সের মাথায় অর্জন করেন এই ডিগ্রি।

হিরাতা বলেন, ”আমার আয়ু এত হয়েছে যে আমি নিজেকে সুখী মনে করছি। মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমার দুই সন্তান, পাঁচজন নাতি-নাতনি এবং চারজন প্রপৌত্র আছে।”

হিরাতা আরো বলেন, ”আমি যদি ১০০ বছর বাঁচতে পারি, আমার স্বাস্থ্য যদি এখনকার মতোই ভালো থাকে, তাহলে পরবর্তী সময়ে উচ্চ শিক্ষার জন্য ভাবতে পারি।”

তথ্যসূত্র : জাপান টাইমস


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130