আজকের দিন তারিখ ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য হিলিতে পেঁয়াজের কেজি ১৬ টাকা

হিলিতে পেঁয়াজের কেজি ১৬ টাকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২০ , ৭:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনাজপুরের (হিলি) প্রতিনিধি : ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি বেড়েছে। এতে কমেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ টাকা দরে। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে হিলি স্থলবন্দর ঘুরে এমন চিত্র দেখা গেছে। মূলত করোনার কারণে দীর্ঘদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। সম্প্রতি এ বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়। গত সপ্তাহে এই বন্দর দিয়ে ভারতীয় ২৭৮ ট্রাকে ৫ হাজার ৮৮৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবসে ৭০ ট্রাকে ১ হাজার ৭শ মেট্রিক পেঁয়াজ আমদানি হয়েছে। এতে কমেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬ টাকা দরে।

হিলি স্থলবন্দরের কাঁচামাল আমদানিকারক বাবলু রহমান জানান, সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। যা চাহিদার তুলনায় বেশি।