আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বৃটেনে ৩৩ দেশ থেকে আসলে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন

বৃটেনে ৩৩ দেশ থেকে আসলে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২১ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বৃটেনে আজ থেকে কার্যকর হচ্ছে`লাল তালিকাভূক্ত`৩৩ দেশ থেকে আসলে নিজ খরচে ১০ দিনের হোটেল কোয়ারেন্টিন। করোনাভাইরাসের নতুন ধরণের উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন দেশ থেকে আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল দেশটির সরকার।নতুন ধরণের সংক্রমণরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । একই সাথে ভ্রমণের আগে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ ফলাফল থাকতে হবে। এখানে এসে একাধিকবার করোনাভাইস পরীক্ষার মুখোমুখি হতে হবে। পাশাপাপশি দেশটির বাইরে যাওয়া এবং আসার জন্য যথার্থ প্রমাণ দেখাতে হবে। কোন যাত্রী যদি তথ্য গোপন করেন তাহলে তার ১০ বছরের কারাদন্ড হতে পারে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, আজ থেকে নতুন এ নিয়ম কার্যকর হচ্ছে। নতুন ব্যবস্থা গুলোর লক্ষ্য হচ্ছে,নতুন মিউট্যান্ট সিওভিড স্ট্রেইনগুলো যুক্তরাজ্যে পৌঁছানো রোধ করা। তিনি বলেন,৩৩ দেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। ১১ রাতের এ কোয়ারেন্টিনে ১,৭৫০ পাউন্ড বা ২,৪২০ ডলার খরচ করতে হবে।এই প্যাকেজে অন্তর্ভূক্ত রয়েছে পরিবহন,থাকা-খাওয়া ও নিরাপত্তার খরচ। এজন্য বিমানবন্দরগুলোর কাছাকাছি অবস্থানের জন্য ৫ হাজার রুমের ১৬ টি হোটেলের সাথে চুক্তি করা হয়েছে।পাশাপাশি আরো ৫৮ হাজার রুম প্রস্তুত রাখা হয়েছে।যাত্রীরা যাত্রা শুরুর আগেই বিল পরিশোধ করতে হবে।