আজকের দিন তারিখ ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালমনিরহাটে মোটর শ্রমিকদের কর্মবিরতি

লালমনিরহাটে মোটর শ্রমিকদের কর্মবিরতি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Lalmonirhaলালমনিরহাট: মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ করার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন লালমনিরহাট জেলার মোটর শ্রমিকরা।

পরিবহন বন্ধ রেখে বুধবার (১ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা।

শ্রমিক নেতারা জানান, ব্যাটারি চালিত অটোরিকশা, শ্যালো ইঞ্জিন চালিত নছিমন-করিমনসহ বিভিন্ন ধরনের অনিবন্ধিত যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে লালমনিরহাটের বড়বাড়ি থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়কে এসব যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

এর প্রতিবাদে ও এসব থ্রি-হুইলার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জানান, ৪৮ ঘণ্টার কর্মবিরতির মধ্যে দাবি আদায় না হলে পরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন তারা।

বুধবার সকাল থেকে লালমনিরহাটের অভ্যন্তরীণ ও দূর পাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাট থেকে ঢাকা, রাজশাহী, বগুড়া, রংপুরসহ অন্যান্য জেলার বাস যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।