আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ৭০০ গোলের মাইলফলক স্পর্শে অপেক্ষায় বাড়ল মেসির

৭০০ গোলের মাইলফলক স্পর্শে অপেক্ষায় বাড়ল মেসির


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২০ , ৬:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : লা লিগা ফেরার পর সেভিয়ার বিপক্ষে ‘আসল’ পরীক্ষা ছিল বার্সেলোনার। কিকে সেতিয়েনের দল সে পরীক্ষায় উতরে না গেলেও ‘ফেল’ করেনি। সেভিয়ার মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে কাতালানরা। ২০১১ সালের পর লীগে এই প্রথম গোলশূন্য ড্র হলো এই দুই দলের ম্যাচ। টানা দুই ম্যাচে গোল করা লিওনেল মেসি ছিলেন নিষ্প্রভ। বার্সেলোনা অধিনায়ক ছিলেন ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক স্পর্শের অপেক্ষায়। সে অপেক্ষা আরো বাড়ল আর্জেন্টাইন সুপারস্টারের। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতি থেকে ফিরে বার্সেলোনা তাদের প্রথম দুই ম্যাচ খেলে রেলিগেশন লড়াইয়ে থাকা রিয়াল মায়োর্কা ও লেগানেসের বিপক্ষে। তুলনামূলক সহজ দুই প্রতিপক্ষের সঙ্গে জয় পেলেও তালিকার তিন নম্বর দল সেভিয়া বাঁধা টপকাতে ব্যর্থ বার্সেলোনা। বিবর্ণ ফুটবলে ব্যর্থ হলো শিরোপা ভাগ্য নিজেদের হাতে রাখতে। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদ আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলেই বার্সাকে টপকে উঠে যাবে শীর্ষস্থানে। আর লীগে ম্যাচ বাকি থাকবে মাত্র ৯টি।