আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হিজলায় কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি, স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার

হিজলায় কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি, স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২০ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরিশাল (হিজলা) প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ পাওয়া গেছে। বুধবার (০৬ মে) বেলা ১১টার দিকে মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজন উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রাজীব (১৬)। অপরজন একই এলাকার আব্দুর রব বেপারী (৫৫)। হিজলা থানা পুলিশের ওসি অসিম কুমার জানান, সকাল সাড়ে ৭টার দিকে ক্ষেতের সয়াবিন তোলার জন্য ইঞ্জিনচালিত নৌকা করে ১০ জন উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরকিল্লা থেকে খালিসারচড়ে যাচ্ছিলেন। নৌকাটি মেঘনার মাঝ বরাবর পৌঁছলে কালবৈশাখী ঝড় শুরু হলে উল্টে যায়। ৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও স্কুলছাত্র মো. রাজীব এবং আব্দুর রব বেপারী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, বুধবার সকালে বরিশালের উপর দিয়ে প্রায় ১০ মিনিটের কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৬৪ কিলোমিটার।