আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সোনালী লাইফ আইপিও আবেদনের বাজেয়াপ্ত অর্থ অর্ধেকে নির্ধারণ

সোনালী লাইফ আইপিও আবেদনের বাজেয়াপ্ত অর্থ অর্ধেকে নির্ধারণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২১ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনে যে সকল বিনিয়োগকারী একটি ব্যাংক হিসাবের বিপরীতে দু’টির বেশি আইপিও আবেদন করেছেন, তাদের ১৫ শতাংশ অর্থ বাজেয়াপ্ত করে আইপিও আবেদন বাতিল করা হয়েছিলো। এখন তা কমিয়ে ৭.৫০ শতাংশ কার হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)৭৮৬ তম সভায় এই সিদ্ধান্ত দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কনসার্ণ লেটারের শর্ত নং ১০ এর নির্দেশনা মোতাবেক সব আবেদন বাতিলপূর্বক আবেদিত অর্থের ১৫ শতাংশ বাজেয়াপ্ত করা হয়। বিনিয়োগকারীগণের আবেদনের প্রেক্ষিতে, শেষবারের মত পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীগণের স্বার্থ রক্ষার্থে কমিশন অদ্যকার সভায় বাজেয়াপ্ত অর্থ ১৫ শতাংশ এর পরিবর্তে ৭.৫০ শতাংশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।