আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে দু’পক্ষে সংঘর্ষ ভাংচুর, আহত ২৫

সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে দু’পক্ষে সংঘর্ষ ভাংচুর, আহত ২৫


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২০ , ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


নারায়ণগঞ্জ (সোনারগাঁও) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই গ্রপের ব্যাপক সংঘর্ষে নারীসহ ২৫ জন গুরুতর আহত হয়েছে। এ সময় অন্তত ৮টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়। পূর্ব শত্রূতার জেরে বৃহস্পতিবার সকালে পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গোলজার ও শাকিলের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয়রা জানায়, নয়াগাঁওয়ে মাছ ধরা ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত বছরের ১৪ অক্টোবর দ্বীন ইসলাম নামে এক পোলট্রি ব্যবসায়ী খুন হন। এ হত্যা মামলার আসামি রাজু ও শাহিন আদালত থেকে জামিনে ছাড়া পায়। বৃহস্পতিবার সকালে তাদের নেতৃত্বে মোতালেব, রাজিব ও সাইদুলসহ ২০/২৫ জন সংঘবদ্ধ হয়। তারা শাকিল নামে এক নিরপরাধ ব্যক্তিকে মারধর করে। এর প্রতিবাদ করায় তারা নিহত দ্বীন ইসলামের চাচা বাদলের ওপর চড়াও হয়। খবর পেয়ে বাদলের স্বজনরা ছুটে এলে দুই গ্রপে সংঘর্ষ হয়। সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।