আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন

সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২০ , ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকার নিচে নেমে গেছে। মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক  ৪ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, দর কমেছে ১৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৩৮টির। ডিএসইতে ৬৭ কোটি ৭১ লাখ  টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৮ কোটি ২৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১০৬ কোটি  টাকার। আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৪ পয়েন্টে। সিএসইতে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ১১টির। আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।