আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শাহজালাল বিমানবন্দরে ১৮টি ব্রাহমা গরু জব্দ

শাহজালাল বিমানবন্দরে ১৮টি ব্রাহমা গরু জব্দ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২১ , ২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :   যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়। গরুগুলো টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়।সোমবার (০৫ জুলাই) দুপুরে গরুগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ। ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গরুগুলোর প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি।

ঢাকা কাস্টমস হাউজ জানায়, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারক হিসেবে মোহামম্দপুরের সাদেক অ্যাগ্রোর নাম লেখা রয়েছে। তবে বিমানবন্দরে গরুগুলো কেউ নিতে আসেননি। ঢাকা কাস্টমস হাউজ হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে। গরুগুলোর কোনও দাবিদার না পাওয়া গেলে নির্ধারিত সময় পর নিলামে বিক্রি করা হবে।