আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাটুরিয়ায় করোনার মধ্যেই রাস্তার ইট বিক্রিতে ব্যস্ত ইউপি সদস্য

সাটুরিয়ায় করোনার মধ্যেই রাস্তার ইট বিক্রিতে ব্যস্ত ইউপি সদস্য


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২০ , ৬:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে সারা দেশের জনপ্রতিনিধিরা অসহায়দের ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন। অথচ মানিকগঞ্জের সাটুরিয়ায় দেলোয়ার হোসেন দুলাল নামে এক ইউপি সদস্য সরকারি রাস্তার ইট তুলে বিক্রি করতে ব্যস্ত। গোপনে রাতের আঁধারে ১৫ হাজার সরকারি ইট বিক্রি করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওই সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার হোসেন দুলাল উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না পিআইও ব্রিজ থেকে জান্না খালাসীপাড়া হয়ে ধানকোড়া পর্যন্ত এক কিলোমিটার সড়ক রয়েছে। সেখানে প্রকল্পের আওতায় রাস্তায় কাজের জন্য পুরনো ১৫ হাজার ইট তুলে ফেলা হয়। ইউপি সদস্য দেলোয়ার হোসেন রাতের আঁধারে ওই ইটগুলো কয়েকজনের কাছে বিক্রি করে টাকা হাতিয়ে নেন। তবে ইট বিক্রির কথা স্বীকার করে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিনের পরামর্শে ওই ইটগুলো বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ বলেন, কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।