আজকের দিন তারিখ ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২০ , ১:০৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ চাঁদ দেখা গেলে বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৩১ জুলাই। আর চাঁদ দেখা না গেলে বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং দেশে ঈদ হবে ১ আগস্ট।

জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করে। সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে। সৌদির শীর্ষ ধর্মীয় কাউন্সিলর এ সিদ্ধান্ত জানিয়েছে।

৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে পবিত্র হজ। যদিও মহামারির কারণে এবার মুসলমানদের এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন হবে সীমিত পরিসরে।