আজকের দিন তারিখ ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আনোয়ার খানের প্রশ্ন, নৌ প্রতিমন্ত্রীর জবাব

সংসদে আনোয়ার খানের প্রশ্ন, নৌ প্রতিমন্ত্রীর জবাব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২২ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে নৌপথে পণ্য পরিবহন ও যাত্রীসেবার মান আরো বাড়বে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সদস্য ড. আনোয়ার হোসেন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আনোয়ার খান এমপি প্রশ্ন রাখেন, নৌপথে যাতায়াতের সুবিধার্থে ও পণ্য আনা-নেয়ার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীর হাট এলাকায় একটি নৌবন্দর স্থাপন করা হবে কিনা। তার প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, মজু চৌধুরীর হাট লক্ষ্মীপুরের খুবই গুরুত্বপূর্ণ একটি লঞ্চঘাট। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম ও ভোলার সঙ্গে নৌপথে যোগাযোগ আছে। এখান থেকে ব্যবসায়ী পণ্য নৌপথে পরিবহন করা হয়। আমরা ইতোমধ্যেই সেখানে একটি প্রকল্প গ্রহণ করেছি। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীবন্দরটি থেকে সব ধরনের যাত্রীসেবা ও পণ্যসেবা আমরা দিতে পারবো।

সোমবার জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।